বিভাগ সমূহ
১। কিন্ডারগার্টেন বিভাগ।
প্রি-স্কুলিং-প্লে ও নার্সারি।
অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা শিশুদের হাতেখড়ি ও সহজ-সরল উপায়ে শিক্ষাদান।
২। প্রাথমিক শিক্ষা বিভাগ।
১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণি
প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা সর্বোচ্চ তিন বছরে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করানো হয়।
উক্ত বিভাগে পর্যন্ত বাংলা, ইংরেজী ও গণিত বাধ্যতামূলক।
৩। নাজেরা-প্রি-হিফয ও হিফয বিভাগ
যথাসম্ভব স্বল্প সময়ে ছাত্রীদেরকে মানসম্পন্ন হাফেযে কুরআন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুদক্ষ হাফেজা দ্বারা এ বিভাগটি পরিচালিত।
উক্ত বিভাগে প্রয়োজনীয় বাংলা, ইংরেজী ও গণিত শিক্ষা এবং আরবী ইংরেজী কথোপকথন শিক্ষার ব্যবস্থা।
৪। আফতার স্কুল মক্তব বিভাগ
স্কুল পড়ুয়া মেয়েদেরকে কুরআন শরীফ, প্রয়োজনীয় মাস্আলা-মাসায়িল ও মাসনুন দু’আ শিক্ষা দেওয়া হয়।
সময়- বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত।